Ads Top


যশোরে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী শুরু হয়েছে বৃক্ষ মেলা

নিউজ ডেস্কঃ  নানা আয়োজন ও বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং যশোর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন, বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধণী অনুষ্ঠান, আলোচনা সভা ও গাছ বিতরণের মধ্য দিয়ে শনিবার সকালে টাউন হল ময়দানে এ মেলার উদ্বোধন করা হয়েছে। আগামী ৩ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে।  

উদ্বোধনী দিনে ময়দানের শতাব্দী বটমূলে রওশন আলী মঞ্চে "অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা"  শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকত। স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান। মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুর্শান্ত কুমার তরফদার। সঞ্চালনা করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক জিল্লুল বারী।

এদিকে সকালে ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই; নগর-প্রাণ- প্রকৃতি সাজাই’ এমন স্লোগান দিয়ে এদিন সকাল ১০ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা টাউন হল ময়দানের বৃক্ষমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে ফিতে কেটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় তিনি অন্যান্য অতিথিদের নিয়ে মেলায় অংশনেয়া সরকারি ৩টিসহ মোট ১৮টি স্টল পরিদর্শন করেন।

শোভাযাত্রার শুরুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন কালেক্টরেট চত্ত্বরে ভিয়েতনামী খারেটা জাতের নারকেল গাছ, পুলিশ সুপার আনিসুর রহমান আ¤্রপালি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকত ল্যাংড়া আম গাছের চারা রোপণ করেন।

তথ্যসূত্রঃ ম্যাগপাই নিউজ ২৪
Powered by Blogger.