Ads Top


বেসরকারি শিক্ষকরা পাবেন উচ্চতর গ্রেড

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। টাইম স্কেলের বদলে তাদের এ গ্রেড দেয়া হবে।

আজ রবিবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা যায়, এমপিও বিধিমালাতে টাইম স্কেলের পরিবর্তে উচ্চতর বেতন স্কেলের কথা বলা হয়েছে। ২০১৫ সালের যে পে-স্কেল সেই পে-স্কেলে টাইম স্কেলকে বাদ দেয়া হয়েছে। এখন ২০১৮ সালের যে এমপিও বিধিমালা, সেখানে উচ্চতর বেতন স্কেল হিসেবেই এটা ধরা আছে।

এছাড়া সভায় নতুন আরও ৮৯৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি নভেম্বর মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।

কর্মকর্তারা জানান, টাইম স্কেলের নিয়মেই ‘উচ্চতর গ্রেড’ পাবেন শিক্ষক-কর্মচারীরা। অর্থাৎ ১০ বছর পূর্তিতে একটি এবং চাকরির ১৬ বছর পূর্তিতে আরও একটি, মোট দুইটি উচ্চতর গ্রেড পাবেন শিক্ষকরা।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, অধিদপ্তরের দুই পরিচালক, ৯ জন আঞ্চলিক উপ-পরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Powered by Blogger.